গংগাচড়া(রংপুর)প্রতিনিধি:
আমিনা বেগম জানান, রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে তিনি এতিম সন্তানের প্রয়োজনীয় খরচের জন্য ব্যাংকে টাকা তুলতে যান। তবে কর্মকর্তারা তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তার অনুরোধ উপেক্ষা করেন। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, টাকা চাইলে এক কর্মকর্তা উত্তেজিত হয়ে তাকে অপমানজনক ভাষায় কথা বলেন এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন।
আমিনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি ভিক্ষা চাইনি, আমার নিজের প্রাপ্য টাকা তুলতে গিয়েছিলাম। অথচ তারা আমার সঙ্গে এমন আচরণ করলো, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এর সঠিক বিচার চাই।"
এ ঘটনায় আমিনা বেগম গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগের ভিত্তিতে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কমার্স ব্যাংক গঙ্গাচড়া উপজেলা শাখা ইনচার্জ আলিমুল রাজী জানান,আগে অনুমতি নিতে হবে তারপর বক্তব্য দেবো।এরপর সিকিউরিটি কে ডেকে সবাইকে আটকানোর নির্দেশ দেন তিনি।
ভুক্তভোগী নারীর প্রতি এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।