প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ৯:৩৮ এ.এম
উলিপুরে যৌথবাহীনির অভিযানে মাদক ব্যবসায়ী আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাবা ও হিরোইনসহ রেজাউল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াই টায় উপজেলার ধামশ্রণী ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। রেজাউল করিম ওই এলাকার আলমাস ব্যাপারীর ছেলে।
জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ধামশ্রণী ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ৩২ পিস ইয়াবা ও ছয় গ্রাম হিরোইনসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃত আসামিকে উলিপুর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (০৮ মার্চ) সকালে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক পরিবেশ. All rights reserved.