মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের তালুক দামোদরপুর চানকুঠি এলাকার কৃষক শাইদুল ইসলাম ইউটিউব দেখে মালচিং পদ্ধতিতে ৩০ শতক জমিতে টমেটো এবং আর ৩০ শতক জমিতে শসা চাষ শুরু করে। কৃষক শাইদুল ইসলাম পরিবেশ প্রতিবেদককে বলেন-আমার টমেটো ও শসা চাষ করার অনেক আগ্রহ ছিলো তাই ইউটিউব দেখা শুরু করি এবং দিনের বেলা দেখার সুযোগ হয়না, এজন্যই রাতের বেলা ইউটিউব দেখে দেখে শিখেছি, মালচিং পদ্ধতিতে টমেটো ও শসা চাষের নিয়ম -কানুন। তবে এপর্যন্ত টমেটো ও শসা বিক্রি হয়েছে ১০ লক্ষ টাকা’র ও বেশি বলে জানান।
ওই সবজি চাষের সফল কৃষক আরও বলেন- দুই দিন পর পর টমেটো ও শসা উঠাতে ৮ থেকে ১০ জন মানুষ লাগে, তাই বাজার
মুল্য বৃদ্ধি হলে আমি আরও টাকা আয় করতে পারবো এবং যাদের দিয়ে উঠিয়ে নেই, তাদের যে মজুরি দিচ্ছি তাতেই সব কৃষকের সংসার ভালো চলছে।
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা -মাহবুর রহমান বলেন -এবারে চলতি মৌসুমে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে টমেটোর চাষ হয়েছে ৭৮ হেক্টর জমিতে ও শসা চাষ হয়েছে ৩০ হেক্টর জমিতে জানান তিনি।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply