মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
বুধবার (১২ ফেব্রুয়ারী) ট্যাক্সেরহাট আল আমিন মাদ্রাসা সংলগ্ন মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গরীব দুঃখী মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহারসামগ্রীর ফুড প্যাকেজের মধ্যে ছিল চাল, তেল, ডাল, চিনি, ছোলা, আটা, খেজুর ও বিস্কুট।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক মাওলানা আব্দুল হান্নান খান, মেনহাজুল ইসলাম, শামসুল হক সহ স্বেচ্ছাসেবীরা।
বালুয়া ভাটার সুফিয়া বেগম (৩৫) জানান, হঠাৎ করি শুনবার পাছি হামাক ঈদের জন্য উপহার দেবে। উপহার পায়া ভালই নাগিল।কয়দিন ভালো করি চলবার পামো।আল্লাহ ওমার ভালো করুক।
উপজেলার শঙ্করপুর বটতলী এলাকার আদম ইসলাম বলেন,রমজান মাসে এমন উপহার আমার জন্য খুব উপকার হইল। এখনো কেউ দেয় নাই। দেবে কিনা জানিনা।
স্বেচ্ছাসেবক মাওলানা আব্দুল হান্নান খান বলেন,এটি একটি ভালো কাজ। এমন মহৎ কাজে অংশ নিয়ে গর্ববোধ করছি। আশা করি তুরস্ক ভিত্তিক সংস্থা 'টিকা ' এবারের মতো প্রতিবারেরই গরীব দুঃখীর পাশে দাঁড়াবে।