নাগেশ্বর (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
শুক্রবার ১৪ই মার্চ নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসার মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী। ভুরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া,
উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সূরা সদস্য আফজাল হোসেন সরকার,
পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ মকবুল হোসাইন, পৌর সেক্রেটারি বেলাল মাস্টার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন যারা অন্যায় অবিচার এবং ভোট চুরি করে, অবৈধভাবে ক্ষমতায় এসেছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। ইনছাব প্রতিষ্ঠা কারীদের হাতে দেশের দায়িত্ব দিতে হবে।
বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে কৃষি মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কোন রকম দুর্নীতির চিহ্ন পাওয়া যায়নি। তাই এসব সংগঠনের হাতে দেশ নিরাপদ থাকবে বলে বিশ্বাস করা যায়। আগামীতে আপনারা তাদের হাতেই দেশের দায়িত্ব দেবেন যারা আপানাদের নিরাপত্তা দিতে পারবে।