প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:১৬ পি.এম
উলিপুরে জেটেব’র ইফতার ও দোয়া মাহফিল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুরা বাজারে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনাক্রমে সারা দেশব্যাপি তৃণমূল পর্যন্ত ইফতার ও দোয়া মাহফিল কর্মসূচির ধারাবাহিকতায় জেটেব এর আয়েজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেটেব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. মো. আবু সাঈদ জনী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল হোসেন রিপন।
এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্থানীয় ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. আবু সাঈদ জনী স্বতঃস্ফূর্তভাবে জেটেব আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমরা সবাই মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখি সমৃদ্ধ উলিপুর উপজেলা গড়তে ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে আহ্বান জানান তিনি।'
ইফতারের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 দৈনিক পরিবেশ. All rights reserved.