নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার ১৮ মার্চ দুপুর আনুমানিক ১.০০ ঘটিকার সময় ভুরুঙ্গামারী কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার দেওয়ানের খামার তেলের পাম্প এলাকায় কুড়িগ্রাম থেকে ভুরুঙ্গামারী গামী মেট্র-ট ১২-০৮৩৫, ট্রাকের সঙ্গে মুখমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়, পরবর্তীতে ভুরুঙ্গামারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর মনে হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। পরে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে ভর্তি অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে তার ভাগিনা দুলাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সে আওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত ছিলো।
এ ব্যপারে ভুরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ রুহুল আমিনের সাথে যোগাযোগ করলে, তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটি থানা হেফাজতে আছে।