নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের জিজি এফ এর চাল উত্তোলন করে প্রায় চার মেট্রিক টন চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করার অভিযোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বিরুদ্ধে।
২২ মার্চ দুপুর ১ঃ০০ ঘটিকার সময় স্থানীয় জনতা গোপনে বিক্রিত চাউলের সন্ধান দেয়। সংবাদ পেয়ে সহকারী কমিশনার ভূমি থানা প্রশাসনের সহযোগিতায় কালিগঞ্জ কেরামতিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা ঘর থেকে চাল উদ্ধার করে। এ সময় চাল সহ মাদ্রাসার মুহতামিম ইসমাইল হোসেন কে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে।
ইসমাইল হোসেন বলেন স্থানীয় ব্যবসায়ী জামাল ব্যাপারী সকাল সাড়ে নয়টায় আমার ঘরে চাউলগুলো রেখে যায়। এর বাইরে আমি কিছু জানি না। ইউপি চেয়ারম্যান রিয়াজুলের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। ব্যবসায়ী জামাল বেপারীর সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন জিজ্ঞাসাবাদ চলছে নির্বাহী অফিসারের মাধ্যমে নির্দেশনা ও অভিযোগ পেলে আআইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সহকারি কমিশনার ভূমি মাহাবুবুল হাসান বলেন, প্রায় ৪ মেট্রিক টন চাউল উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।