মনির শাহ, বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি
গত শুক্রবার ২১ মার্চ এ ঘটনা ঘটে। রবিবার ২৩ মার্চ রাতে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন ওই শিশুর পিতা মোবারক হোসেন।ঘটনার পর থেকে অভিযুক্ত তহিদুল ইসলাম পলাতক।
মামলার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে বাড়ির সামনে খেলাধুলা করতে ছিলেন তিন শিশু। ওই সময় মোবাইল দেখার কথা বলে দুই শিশুকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত তৌহিদুল ইসলামের দাদির বাড়িতে। সেই বাড়িতে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তহিদুল ইসলাম। ওই সময় এক স্থানীয় নারী দেখে ফেলেন। পরে তৌহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। গত রবিবার সন্ধ্যায় বদরগঞ্জ থানায় এসে অভিযোগ করেন এক শিশুর পিতা।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তৌহিদুল ইসলাম তার দাদির বাড়িতে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। স্থানীয় লোক দেখে ফেলায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তৌহিদুল ইসলাম। গত শনিবার ঘটনাটি নিয়ে মীমাংসার চেষ্টা চলে। মীমাংসা করতে ব্যর্থ হলে। গত রবিবার ওই শিশুর পিতা থানায় এসে অভিযোগ দায়ের করেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় ধর্ষণের চেষ্টার একটি অভিযোগ পাওয়া গিয়েছে। রাতে মামলা দায়ের হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।