পরিবেশ প্রতিবেদক
এতে রংপুর জেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক কমিটির সদস্য রফিকুল ইসলাম কনক।
জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা। জামায়াত ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি হাফিজুর রহমান ফকির।
এতে প্রধান অতিথি সাদিয়া ফারজানা দিনা বলেন,আমাদের দেশের অর্ধেক জন গুষ্ঠি নারী তাই নারীদের রাজনীতি অবশ্যই আমাদের নতুন বাংলাদেশের বিনির্মাণে এগিয়ে আসতে হবে" সেই সাথে তিনি বলেন অতি দ্রুত সময়ে গণপরিষদ নির্বাচন দিতে হবে।
অতিথিরা আরো বলেন, বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ছাত্র জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার মান অক্ষুণ্ণ রেখে এনসিপিকে একটি সুন্দর রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চান।