মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বদরগঞ্জ উপজেলার ১০ নং মধুপুর ইউনিয়নের পহেলা এপ্রিল /২৫ ইং তারিখে দুপুর ১ টা ৩০মিনিটে রাজারামপুর ধনতলা গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আশিক বাবু (১৪)ও অপরটির নাম জানা যায়নি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে -নিজ উপজেলা শহর থেকে পার্বতীপুর উপজেলা যাচ্ছে ঈদের আনন্দে মেতে উঠেছে তারা দুইটি বাইকে চারজন বন্ধু, তবে রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট এর পাম্পের পাশে গিয়ে সঠিকভাবে বাইক না চালানোর কারনে,এমনকি একটি বাইক অপর বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়। একজনের পরিচয় পাওয়া গিয়েছে আর অপরটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
বদরগঞ্জ থানা পুলিশ অফিসার -তপন কুমার বলেন-একটি লাশের পরিচয় পাওয়া গেছে আর অপরটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। দুটো লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply