৩১ মার্চ (সোমবাব) ঈদুল ফিতরের দিন, সারাদিন ব্যাপী মরহুম ছাদেকুল বারী সিআইসি স্মরনে মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট স্কুল এন্ড কলেজ মাঠে লিলি কেমিক্যাল কোম্পানি ঢাকা এর আয়োজনে বিশাল ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।উক্ত ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ধরণের খেলাধুলা ও ফ্রি লটারী খেলায় বিমান ভ্রমনের সুযোগ পেয়েছেন কয়েকজন।
ঘোড় দৌড়,তরমুজ খাওয়া, মহিলাদের বালিশ পাচার ও লটারী সহ মোট চার জন পেয়েছেন সৈয়দপুর টু ঢাকা বিমান ভ্রমণের সুযোগ। সেই সাথে তারা ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন সহ ১৪০ প্রকারের খাবার গ্রহণের সুযোগ পাবেন। সবশেষে তাদেরকে নিজ বাড়ীতে পৌঁছানোর ব্যবস্থা রয়েছে লিলি কেমিক্যাল কোম্পানীর পক্ষ থেকে।
ক্রিড়া প্রতিযোগিতায় অন্যান্য আয়োজন ছিল যেমন সুরা ও কেরাত পাঠ প্রতিযোগিতা, খেলার মধ্যে ছিল হাফ প্যান্ট পরিধানে প্রতিযোগীতা, যেমন খুশি তেমন সাজো, লাটি ধরার প্রতিযোগীতা, ডুলি ও সুইসুতার খেলা, বউ সাজানোর প্রতিযোগীতা, তরমুজ খাওয়ার প্রতিযোগীতা, হাঁস ধরা,বল পাচার, ঘোড় দৌড় ও তৈলাক্ত কলা গাছে উঠার প্রতিযোগীতা। প্রতিটি প্রতিযোগীতায ১ম ২য় ও ৩য় পুস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিলি কেমিক্যাল কোম্পানী ঢাকা এর স্বত্বাধিকারী এ কে এম সেলিম,বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিনী ফরিদা ইয়াসমিন লিলি, বাংলাদেশ জামায়াতী ইসলামী, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, মিঠাপুকুর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিটুল প্রমুখ।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন, শুকুরের হাট উচ্চ বিদ্যালয় সভাপতি ও রানীপুকুর স্কুল এন্ড কলেজ সিনিয়র প্রভাষক মোঃ আল-মাসুদ মিল্টন।