মিঠাপুকুর (রংপুর)প্রতিবেদক:
মঙ্গলবার (১- এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার সময় মিঠাপুকুর উপজেলার ০৯ নং ময়েনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার এবং স্থানীয়রা জানান, শিশুটিকে ধর্ষণের চেষ্টাকারী অভিযুক্ত কিশোর জাকিরুল ইসলাম (১৪) সম্পর্কে শিশুটির দাদা। ঘটনার পূর্বে শিশুটির মা সহ অভিযুক্ত কিশোর এবং এক প্রতিবেশী নারী বাড়ির পাশ্ববর্তী একটি জায়গায় বসে গল্প করছিলেন। গল্প শেষে শিশুটির মা শিশুটিকে রেখে বাড়ি চলে আসেন। বাড়ি চলে আসার পর শিশুটি তার মায়ের পিছনে না আসায় শিশুটির মা শিশুটিকে খুঁজতে থাকেন। খোঁজার একপর্যায়ে অভিযুক্ত কিশোরের বাড়ি থেকে বাচ্চাটির চিৎকারের শব্দ শুনতে পায়। এসময় শিশুটির মা অভিযুক্ত কিশোরের বাড়িতে গিয়ে দেখতে পায় অভিযুক্ত কিশোর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে এবং অভিযুক্তের পরনে কাপড় নেই। পরে শিশুটির মা স্থানীয়দের ডাক দিলে স্থানীয়রা গিয়ে বিষয়টি বুঝতে পেরে কিশোরকে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে বিকাল চারটার সময় অভিযুক্তকে কিশোরকে মিঠাপুকুর থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর শিশুটিকে ধর্ষণ চেষ্টার কথা শিকার করেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, আইনের সাথে সংস্পর্শে আসা কিশোরকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।