মিঠাপুকুর প্রতিনিধি:
মঙ্গলবার পহেলা এপ্রিল বিকাল চারটার সময় মিঠাপুকুর উপজেলার হেনা মেমোরিয়াল মহাবিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান জানান, মেহেদী হাসান রিপুল, নিজের ব্যক্তিগত কাজ শেষে শঠিবাড়ী থেকে বাড়ি ফিরছিলেন। এসময় হেনা মেমোরিয়াল মহাবিদ্যালয়ের সামনে আসামাত্র বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মেহেদী হাসান রিপুল, হাইওয়ে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে পথচারী সহ স্থানীয়রা উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। এ ঘটনায় মেহেদী হাসান রিপুলের হাত এবং পা গুরুতর আঘাত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ডাক্তারের পরামর্শে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।