নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
গতকাল রবিবার ৬মার্চ দুপুর ১টার সময় বন্ধুদের সাথে প্রমত্তা দুধকুমারে গোসল করতে নেমে কিশোর সাজিম নিখোজ হয়। নিখোজ সাজিম (১৪) পৌরসভার নতুন বাজার এলাকার জাহাঙ্গীর আলম মতির ছেলে। সে আল কারীম ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী।
উল্লেখ্য নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী আদর্শ বাজার এলাকায় দুধকুমার নদে এ দুর্ঘটনা ঘটে।
গতকাল থেকেই ঘটনাস্থলে নাগেশ্বরী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মী ও রংপুর থেকে আসা ডুবুরি দল উদ্ধার কাজ চালায়।
কিন্তু লাশের কোন সন্ধান না পাওয়ায় গতকাল রাতে উদ্ধার কাজ স্থগিত করেন ডুবুরি দল।
পরের দিন সোমবার আবারও তারা নদীতে উদ্ধার কাজ চালায়।
এক পর্যায় লাশের আত্মীয় স্বজনরা নদীর এপার ওপার খোজাখুজি করতে থাকে, বিকেল ৪টার দিকে নদীর পুর্বপারে কিনারার দিকে একজন লাশের মত দেখে নৌকা নিয়ে সেখানে গিয়ে নিশ্চিত হয়ে লাশ নৌকা যোগে উদ্ধার করে নদীর পশ্চিম পারে নিয়ে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ সাইফুল ইসলাম বলেন স্থানীয় জনগণ লাশ ভেসে ওঠা দেখে সংবাদ দিলে আমরা গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। পরিবার যে ভাবে চাবে সেভাবে লাশ হস্তান্তর করা হবে। কোন অভিযোগ না থাকলে স্বাভাবিক ভাবে লাশ দাফন করার ব্যবস্থা গ্রহণ করা হবে।