নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
সোমবার ৭ই মার্চ নাগেশ্বরী কলেজ মোড় হইতে জামায়াতে ইসলামী নাগেশ্বরীর নেতৃত্বে বিকেল পাঁচ ঘটিকার সময় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ মোড় হইতে বাসস্ট্যান্ড হয়ে বলদিটারি মোর থেকে পুনরায় কলেজ মোড় গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করে।
পরে কলেজ মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ মিয়া, সাবেক পৌর আমীর আফজাল হোসেন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুল ইসলাম খন্দকার বেলাল মাস্টার, পৌর আমীর মাওলানা মকবুল হোসাইন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি যেলাল হোসেন সহ বিভিন্ন স্তরের তৌহিদী মুসলিম জনতা।
মাওলানা শহিদুল ইসলাম বলেন অবিলম্বে ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধ করতে হবে, সরকারি নির্দেশনায় ইসরাইলের সকল পণ্য বর্জন করতে হবে, এছাড়াও মুসলমানদের উপরে যুদ্ধ ঘোষণা করলে সকল মুসলমানদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে করার জন্য আহ্বান জানাই।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply