উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও তাওহিদী মুসলিম জনতা।
সোমবার (০৭ এপ্রিল) যোহর নামাজ শেষে মসজিদুল হুদার সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে সেখানেই বিক্ষোভ সমাবেশ করা হয়।
এ সময় ‘ফিলিস্তিন জিন্দাবাদ’ ও ‘ইসরাইল নিপাত যাক’ স্লোগানে মুখর উলিপুর শহর।ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে শিক্ষার্থীদের স্লোগানে।
সমাবেশে বক্তব্য রাখেন, মাও. মো. ইমামুল হক, মাও. মো. নুর ইসলাম, মাও. মো. মশিউর রহমান, মাও. মো. আতাউর রহমান, মাও. মো. জিয়াউর রহমান, মাও. মো. শাহাদৎ বিন শফী, আব্দুল জলিল সরকার, শিক্ষার্থী বিথী খাতুন প্রমুখ।
মিছিলে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ তাওহিদী মুসলিম জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানানো হয়।
Post Views: 61
Leave a Reply