নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জানা গেছে, গতকাল ৯ এপ্রিল সন্ধ্যা ৭ ঘটিকার সময় নুন খাওয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আলী হোসেন নুন খাওয়া ইউনিয়নের বাহুবল মনডলের ভিটা গ্রামের মৃত আব্দুস সাত্তার এর পুত্র। সে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের পদ বাগিয়ে নিয়ে সরকারের ক্ষমতার অপব্যবহার করে অন্যায় সুবিধাভোগ করে।
ঘটনার বিষয় নাগেশ্বরী থানা ইনচার্জ রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার নুন খাওয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের উপর হামলা সংক্রান্ত মামলায় কুড়িগ্রাম জেলার হাজতে পরিণত করা হয়েছে।