মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
উপজেলার মধুপুর ইউনিয়নের (১২ই এপ্রিল ) দুপুর ১২ টার সময়ে পাকার মাথা নামক জায়গায় বিএনপি নেতা লাবলু মিয়া হত্যার বিষয়ে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রেখেছেন -পৌর যুবদলের সাবেক আহবায়ক -
সুমন সরদার, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক -হুমায়ুন কবির মানিক, নিহত লাবলু মিয়া'র ছেলে -রায়হান কবির ও মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক - এলামুল হক, কালুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান -মোশারফ সরকার এবং সাবেক বিএনপি নেতা -আবুজার গিফারী সহ আরও অনেক বক্তব্য রেখেছেন।
নিহত লাবলু মিয়া'র ছেলে - রায়হান কবির বলেন -গত আট দিন অতিবাহিত হওয়ার পরেও আমার বাবার হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি আরও বলেছেন আমার বাবা'র হত্যাকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, মামলার দায়িত্বে থাকা পুলিশ অফিসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখতেছে না।
নিহতের মেয়ে ও স্ত্রী বলেন -২৪ ঘন্টার মধ্যে লাভলু মিয়া হত্যাকারীদের গ্রেফতার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই হত্যাকারীদের সাথে যাহারা জড়িত তাদের অনতিবিলম্বে ফাঁসি চেয়েছেন সাধারণ মানুষ সহ বক্তারা।