শেরপুর জেলা প্রতিনিধি
নিহত সবজি ব্যবসায়ী মাহবুবুর রহমান ওরফে আনন্দ শেরপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের জনৈক লেবু মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান আকন্দ পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিল। সে গত ১১ এপ্রিল শুক্রবার তার বাড়ি থেকে বের হওয়ার পর আর রাতে বাড়িতে ফিরেনি এবং নিখোঁজ থাকে। রোববার সকালে ডাকপাড়া গ্রামের ঈদগা মাঠের পাশে ভুট্টা ক্ষেতে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম ও উপ-পরিদর্শক (এসআই) আঃ খালেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে নিহত মাহবুবুর রহমান ওরফে আনন্দর লাশ উদ্ধার করে। পরে তার লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ধারণা করছে মাহবুবুর রহমান ওরফে আনন্দকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।