প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ১২:৩৪ পি.এম
মিঠাপুকুরে আইনের তোয়াক্কা না করে ঘর বাড়ী ভাঙচুর

মিঠাপুকুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫০ বছরের অধিক সময় বসবাস কারী'র ঘরবাড়ী ভাংচুর করে ঘরের আসবাব পত্র ছন্নছাড়া করে ফেলে, ঘটনাটি ঘটেছে গতকাল রোববার উপজেলার ময়েনপু ইউনিয়নের শিকারপুর গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বাতাসন হাট বাজার হতে, শিকারপুর গ্রামের ভিতর দিয়ে কাঁচা রাস্তা হেয়ারিং এর কাজ শুরু হয়েছে। রাস্তার জমিতে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে মর্মে বসত বাড়ি উচ্ছেদের জন্য মসজিদের মাইকে ঘোষনা দেন স্থানীয় জনগন। ঘোষনার পরদিন গতকাল রোববার দুপুরে স্থানীয় জনগণ একত্রিত হয়ে ওই গ্রামের মৃত আব্দুল বারী মিয়ার বিধবা স্ত্রী সাজেদা বেগম, ও তার পুত্র মিলন, খোকন ও লিটনের বাড়ির শোয়ার ঘর ভেঙ্গে ফেলে দেন।
বৃদ্ধা সাজেদা বেগম ও তার পুত্রদের দাবি আমরা যদি রাস্তার জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে থাকি তাহলে আমাদেরকে সংশ্লিষ্ট কর্তপক্ষ কেন নোটিশের মাধ্যমে ঘরবাড়ি সরিয়ে নেয়ার কথা জানায়নি। আমাদের কে না জানিয়ে কেন তারা আমাদের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করলো। আমরা এখন কি করবো, আমাদের থাকার কোন জায়গা নেই । তারা জানায় স্হানীয় ইউপি পরিষদ থেকে ও আমাদেরকে কোন ভাবে কোন প্রকার নোটিশ করা হয় না।
এলাকবাসীর সাথে কথা বললে তারা জানান, আমাদের জন্মের পর থেকে দেখি এই রাস্তা, এবং রাস্তার ছাইটে মৃত আঃবারীর মিয়া বাড়ি ঘর, সেই থেকে চলে আসতেছে, কিন্তু এখন শুনি রেকর্ডের রাস্তা নাকী তাদের বাড়ি ভিতর দিয়ে চলে গেছে, এবং পাশের যে জমি ওয়ালা সার্ভেয়ার নিয়ে এসে জমি মেপে বের করে, সীমানায় খুটি দিয়েছে, এতে করে, সাধারণ জনগণের ও পথচারীদের চলাচলের চরম ভোগান্তি পড়ে। জনসাধারনের চলাচলের রাস্তায় বসত- বাড়ি নির্মান করায়, ক্ষোভের বসবতী হয়ে স্থানীয় লোকজন তাদের বসতবাড়ী ভেঙ্গে ফেলে।
মৃত আঃবারী মিয়া'র মেয়েরা জানায়, এটা সম্পন্ন পরিকল্পিত ভাবে, গ্রাম বাসী এই কাজ করছে, আমার ভাই একজন আঃলীগ করছিলো বিধায় এই কাজ করছে এলাকাবাসী।।
ময়েনপুর ইউপির চেয়ারম্যান মোকছেদুল হক মুকুল এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানায়,রাতে আমাকে ঐ ওয়ার্ডের সাবেক মেম্বার ও এলাকার জনগণ আমাকে ফোন দিয়ে বিষয় টা জানায়, আমি তাদেরকে ইউএনও অফিসে যাইতে বলি, এবং তাদেরকে আইন হাতে না নেওয়ার কথা বলি।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে আমাদের লোকজন কে পাঠিয়েছি । পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 দৈনিক পরিবেশ. All rights reserved.