মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রতিবাদ সভায় নিহত লাভলু মিয়ার ছেলে রায়হান কবির বলেন, আমার বাবাকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করলো।কিন্তু ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও পুলিশ তাদেরকে ধরতে পারছেন না।
সাবেক বিএনপি নেতা হুমায়ুন কবির মানিক বলেন, এজাহারভুক্ত আসামিদের এখনো ধরতে পারছেন না পুলিশ। আসামীদের সাথে গোপনে আঁতাত করার অভিযোগ তোলেন তিনি।
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার বলেন, লাভলু মিয়া বিএনপি'র একজন নিবেদিত সৈনিক ছিলেন।অত্যান্ত ভাল মনের ছেলে ছিল। গত ৫ এপ্রিল দিনে দুপুরে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসী বাহিনী। কিন্তু পুলিশ আসামীদের এখনো ধরতে পারছেন না এটা খুবই দুঃখজনক।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সাবেক নেতা আবুজার গিফারী মন্টু, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সুমন সর্দার প্রমুখ।