বৃহস্পতিবার (১৭এপ্রিল) দুপুরে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ অভিযান চালিয়ে মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট প্রেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত ভেজাল গুড় তৈরির কারখানা ও আমদানিকৃত (মেসার্স মিল্লাদ ট্রেডার্স)কে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিকাশ চন্দ্র বর্মণ জানান, প্রতিষ্ঠাটিতে মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেলিং নেই।অভিযানে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে খাবার গুড়। এছাড়া ব্যবহার করা হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকারক রং। সবকিছু বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুসারে মেসার্স মিল্লাদ ট্রেডার্সকে ২,০০,০০০/- টাকা জরিমানা হয়।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল আউয়াল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল। আইন-শৃংখলা রক্ষায় সহায়তা করেন মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরা।
বিকাশ চন্দ্র বর্মণ জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।