উপজেলা প্রতিনিধি
বুধবার (৩০-এপ্রিল) দুপুর ১২ টার সময় মিঠাপুকুর ইউসিসিএ লিঃ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর সহকারী পল্লী উন্নয়ন অফিসার,সিন্ধু চন্দ্র বর্মণের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার, বিকাশ চন্দ্র বর্মণ বলেন, সমবায় সমিতির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায় সমিতির মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পে ঋন বিতরণ করে বেকার যুবক ও নারীদের স্বাবলম্বী করার করা হচ্ছে। এতে অনেকেই ঘুরে দাঁড়িয়েছে। স্বাগত বক্তব্যে মিঠাপুকুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মো: মমিনুল ইসলাম বলেন- সমবায়ীদের উন্নয়নে বিআরডিবি সবসময় পাশে আছে, থাকবে। এর জন্য স্বল্প সেবা মুল্যে ঋণ বিতরণ করছি। বিভিন্ন পেশায় উদ্যোক্তা তৈরি করার জন্য প্রশিক্ষণ ও ঋণ দিয়ে কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কৃষিতে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক সমবায় সীমিত গঠন করে সহায়ক ভূমিকা রাখা হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা: আলতাফ হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্তা: মাহবুবুল আলম, মৎস্য কর্মকর্তা- হাকিবুর রহমান, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি: শেখ সাদী সরকার এবং সেক্রেটারি: মেহেদী হাসান রিপুল সহ প্রমূখ।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply