নাগেশ্বরী (প্রতিনিধি) কুড়িগ্রাম
আর্ন্তজাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন (কুড়িগ্রাম) নাগেশ্বরী উপজেলা শাখা। ১ মে
(বৃহস্পতি) সকাল ১০টা দিকে র্যালি শুরু হয়ে নাগেশ্বরী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড় বাসস্টান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে
দিয়ে শেষ হয়।উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপত্বিতে র্যালি ও
সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ অধ্যাপক আনোয়ারুল ইসলাম। সংক্ষিপ্ত সমাবেশে আনোয়ারুল ইসলাম বলেন হাসপাতাল থাকলেও শ্রমিকরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ বৈষম্য দুর করতে হলে আমাদেরকে ইসলামী
শ্রমনীতি চালু করতে হবে। তাহলে কেবলমাত্র শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।
সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন এখনো মৌলিক অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত। গত ১৬ বছরে শ্রম বিরোধী ফাসিস্ট সরকার শ্রমিকদের টাকা মেরে বিদেশে পাচার করছে। শ্রমিক কল্যান ফেডারেশন আন্দোলনের মাধ্যমে শ্রমিকের
ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠিত করবে।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রটারী এমদাদুল হক, বাংলাদেশ জায়ামাতে ইসলামী পৌর সেক্রটারী সাবেক ভাইসচেয়ারম্যান মজিবুল হক খন্দকার বেলাম মাস্টার, মাওলানা আফজাল হোসেন, পৌর আমীর মাওলানা মকবুল হোসেন, এছাড়াও
আরো শ্রমিক নেতাদের নেত্বতে র্যালি করেছে বিভিন্ন সংগঠনের নেতারা ।উপজেলা দর্জি ট্রেড উনিয়ন সভাপতি জাঙ্গাগীর আলম, সেক্রেটারী আজিজার
রহমান, শ্রমিক ফানিচার ইউনিয়নসভাপতি শফিকুল ইসলাম সেটারী আক্কাছ,নির্মান শ্রমিকের সভাপতি নুরে আলম সিদ্দিক সেক্রেটারী বাবুল হোসেন,
অটোরিক্সা ভ্যান চালক শ্রমিক সভাপতি আব্দুল খালেক ও সেক্রটারী শফিকুল ইসলাম।এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন সহ প্রায় ১০
টি শ্রমিক ট্রেড ইউনিয় সংগঠন শহরে র্যলি ও সমাবেশ করেছে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply