মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
চেক প্রদান অনুষ্ঠানে গদ্দিনিশিন পীর সাহেব আল্লামা এরফানুল হক(মাদ্দাঃ) এম.এম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী হাজ্বী মো. মোকছেদুল হক। চেক
প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন একরামিয়া দরবার শরীফের তরিকতের ওস্তাদ ও সভাপতি একরামিয়া দরবার শরীফ কল্যাণ তহবিলের হযরত মো. ইবনে মিজান (আউলিয়াগঞ্জী)।
এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সদস্য, মো. হেজাবুল ইসলাম,নুর আলম মিয়া, রমজান আলী, ফায়সাল আহাম্মদ, ইমরান আলী, আয়াতুল ইসলাম, শরিফুল ইসলাম, আব্দুল্লা মিয়া,জিয়াদ রায়হান, আবু হাসান, আনারুল হক, জিসান রায়হান, মেহেদী হোসেইন, আব্দুর রাজ্জাক, শামসুল আলম, নাহিদ ইসলাম,হাফেজ মোস্তাকিন মিয়া সহ আরও অনেকে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply