1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুইটি কিডনি অকেজো, বাঁচার স্বপ্ন নিয়ে লিমা’র লড়াই তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা আমরা বকসীস ভিক্ষা চাই না: পানির হিস্যা চাই…রংপুরে মির্জা আব্বাস মিঠাপুকুরে রাস্তায় মাটি ফেলে তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ ,,চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। চেহারা যদি ঢাকতে হয় তাহলে আল্লাহ চেহারা দিয়ে সৃষ্টি করলেন কেন “বলেন কলেজে শিক্ষিকা “ যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিন কে বদরগঞ্জ বাসীর পক্ষ থেকে চেক প্রদান  সামস্টিক রাজনৈতিক ধারা, সামস্টিক অভিপ্রায় বাস্তবায়নের কৌশল আবিস্কার করতে হবে: ফরহাদ মজহার মে দিবসে শ্রমিক কল্যানের ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রংপুরে ইউনাইটেড ফাইন্যান্স এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মিঠাপুকুরে নীতিমালা লঙ্ঘন করে কেন্দ্র সচিব হওয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে দিনাজপুর শিশু একাডেমিতে ফিরছে প্রাণ, নতুন কর্মকর্তার আন্তরিকতায় জেগে উঠছে সম্ভাবনার আলো

দুইটি কিডনি অকেজো, বাঁচার স্বপ্ন নিয়ে লিমা’র লড়াই

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০ বার শেয়ার হয়েছে
Oplus_131072
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

অন‌্য মে‌য়ে‌দের ম‌তো স্বাভা‌বিক জীবন ছিল লিমা আক্তা‌রের (১৮)। স্বপ্ন ছিল পড়া‌লেখা করে দ‌রিদ্র বাবার দুঃখ ঘুচ‌বে। কিন্তু সেই স্বপ্ন এখন বিষা‌দে ছে‌য়ে গে‌ছে।  লিমা আক্তা‌রের দু‌টি কিড‌নি অ‌কে‌জো হ‌য়ে গে‌ছে। চি‌কিৎসক বল‌ছেন দ্রুত একটি কিড‌নি স্থাপন করা না গে‌লে তা‌কে বাঁচা‌নো সম্ভব হ‌বে না। কিন্তু দিনমজুর বাবার প‌ক্ষে চি‌কিৎসার খরচ বহন করা ক‌ঠিন হ‌য়ে প‌ড়ে‌ছে। ফ‌লে সমা‌জের বিত্তবান‌দের সহানুভূ‌তির দি‌কে তা‌কি‌য়ে আছে প‌রিবার‌টি।

লিমার বাবা আব্দুল ল‌তিফ (৪৫), পেশায় একজন দিনমজুর, মা মাছুমা বেগম গৃ‌হিনী। ১১ বছর আগে করাল গ্রা‌সি ব্রহ্মপুত্র ন‌দের আগ্রাস‌নে সব কিছু হা‌রি‌য়ে আশ্রয় নি‌য়ে‌ছেন কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার মধ‌্য সাদ‌ুল‌্যা ফ‌কিরপাড়া গ্রা‌মে। সহায় সম্বল বল‌তে তিন শতক বসত‌ভিটা।
জানা গে‌ছে, প্রায় এক বছর আগে লিমার শুধু জ্বর আস‌তো। প্রথমত গ্রাম‌্য চি‌কিৎসা করালেও তা কা‌জে আসে‌নি। এরপর জ্ব‌রের স‌ঙ্গে ব‌মি হ‌তো। ধী‌রে ধী‌রে অসুস্থ হ‌য়ে প‌ড়ে। প‌রে গত ফেব্রুয়া‌রি মা‌সে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের কিড‌নি বিভা‌গের বিভাগীয় প্রধান অধ‌্যাপক এবিএম মোবা‌শ্বের আল‌মের স্মরণাপন্ন হ‌লে তি‌নি পরীক্ষা নিরীক্ষা ক‌রে জানান, মে‌য়েটার দু‌টি কিড‌নি অ‌কে‌জো হ‌য়ে গে‌ছে। প্রতি সপ্তা‌হে দু্ইবার ডায়ালাইসিস করার পরামর্শ দেওয়া হয়। দ্রুত একটি কিড‌নি প্রতিস্থাপন না করা গে‌লে তা‌কে বাঁচা‌নো সম্ভব না ব‌লেও জানান চি‌কিৎসক।
লিমার মা মাছুমা বেগম ব‌লেন, মে‌য়েটা কিছু খায় না সারা‌দিন কান্নাকা‌টি ক‌রে থা‌কে। পে‌টের ভেতর জ্বলন্ত ক‌রে। প্রতি সপ্তা‌হে দুইবার ডায়ালাইসিস কর‌তে হয়। একবার ডায়ালাইসিসের খরচ ১০ হাজার টাকা। আমরা গরীব মানুষ ঠিকম‌তো খে‌তে পা‌রি না। এতো টাকা কিভা‌বে জোগাড় ক‌রি।
আব্দুল ল‌তিফ জানান, এক‌দিন কা‌জে না গে‌লে পে‌টে খাবার জো‌টে না। এর ম‌ধ্যে মে‌য়েটার এত বড় অসুখ (রোগ) হইছে। কাজ কাম সব বন্ধ ক‌রে হাসপাতা‌লে ঘুর‌তে‌ছি। ডাক্তার বল‌ছে একটা কিড‌নি ‌জোগাড় কর‌তে পার‌লে মে‌য়েটা‌কে বাঁচা‌নো যে‌তো। ধার‌দেনা আর এলাকাবাসীর সহায়তায় কোনোরকম চি‌কিৎসা চল‌ছে। একটা কিড‌নির না‌কি অ‌নেক খরচ এতো টাকা জোগাড় করা সম্ভব না।
স্থানীয় শাহীন আলম জানান, মে‌য়েটা (লিমা) অত‌্যন্ত মেধাবী। এলাকাবাসীর সহায়তায় ও ধার‌দেনার মধ‌্য দি‌য়ে তার ‌কো‌নোরকম চি‌কিৎসা চল‌ছে। এই মুহূর্তে সমাজের হৃদয়-বিত্তবান এবং মানবিক মানুষদের সাহায্য ছাড়া লিমার জীবন বাঁচানো অসম্ভব।
তার পরিবার সকলের প্রতি সহা‌য্যের আবেদন জানিয়েছেন— সাহায‌্য পাঠা‌নোর ঠিকানা- মোছা. লিমা আক্তার, অগ্রণী ব‌্যাংক উলিপুর শাখা, কু‌ড়িগ্রাম।

হিসাব নম্বর- ০২০০০২৩৭৫০৯৪৪, বিকাশ/নগদ ০১৯৫১৪৮৩৯৫২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি