1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিককে হয়রানি করলে, জেল জরিমানা রংপুরে সংবাদ সম্মেলন ব্যবসায়ীর ওপর হামলা, এক মাসেও মামলা না নেওয়ার অভিযোগ রংপুরে বদরগঞ্জে ওয়ার্ড কমিটিতে কৃষকলীগ নেতাকর্মীর নাম থাকায় রাধানগর ইউনিয়ন বিএনপি’র সংবাদ সম্মেলন খালেদা জিয়ার ভাগ্নে তুহিন এর নিঃশর্ত মুক্তির দাবীতে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত দুইটি কিডনি অকেজো, বাঁচার স্বপ্ন নিয়ে লিমা’র লড়াই তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা আমরা বকসীস ভিক্ষা চাই না: পানির হিস্যা চাই…রংপুরে মির্জা আব্বাস মিঠাপুকুরে রাস্তায় মাটি ফেলে তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ ,,চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। চেহারা যদি ঢাকতে হয় তাহলে আল্লাহ চেহারা দিয়ে সৃষ্টি করলেন কেন “বলেন কলেজে শিক্ষিকা “ যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিন কে বদরগঞ্জ বাসীর পক্ষ থেকে চেক প্রদান  সামস্টিক রাজনৈতিক ধারা, সামস্টিক অভিপ্রায় বাস্তবায়নের কৌশল আবিস্কার করতে হবে: ফরহাদ মজহার

রংপুরে বদরগঞ্জে ওয়ার্ড কমিটিতে কৃষকলীগ নেতাকর্মীর নাম থাকায় রাধানগর ইউনিয়ন বিএনপি’র সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪২ বার শেয়ার হয়েছে

 

মনির শাহ, বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষকলীগের নেতাকর্মীরা। বিষয়টি সুরাহার জন্য ৩৬ ঘন্টা সময় দিয়েছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। তা-নাহলে গণ পদত্যাগেরও হুমকি দিয়েছেন তারা। মঙ্গলবার(৬মে) বিকেলে লালদিঘী বাজার ইউনিয়ন  বিএনপি’র কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে  দাবী জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূরুজ্জামান প্রামানিক। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড কমিটি গঠণের লক্ষ্যে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু আওয়ামীলীগ কিংবা অন্য কোন দলের নেতাকর্মীরা যেন কোনভাবেই সদস্য ফরম সংগ্রহ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সম্পাদকের পক্ষে সব মানুষকে চেনা সম্ভব নয় বলে ওয়ার্ড সভাপতি ও সম্পাদকের মাধ্যমে ফরম বিতরণ কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়। বিএনপি’র নেতাকর্মীরা ৯টি ভাগ হয়ে একদিনেই রাধানগর ইউনিয়নে বিএনপি’র সদস্য ফরম বিতরণ করেন। একারণে বিএনপি’র সদস্য ফরম চলে যায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীদের হাতে। বিষয়টি উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে জানানো হলে তিনি ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদককে তা’ যাচাইয়ের নির্দেশ দেন। যাচাইকালে অধিক সংখ্যক আওয়ামীলীগের নেতাকর্মী চিহ্নিত হয়। পরে কিছু নাম কর্তন করা হলেও এখনো কৃষকলীগের পদধারী নেতারা বহাল তবিয়তে রয়েছেন। যা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার পরিপন্থি। তিনি বলেন, ১নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী হয়েছেন ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক কমিটির ৪০নং সদস্য আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, ৮নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন ইউনিয়ন কৃষকলীগের ৩৪নং সদস্য আমিনুল হক। বিষয়টি সুরাহার জন্য জেলা ও কেন্দ্রীয় বিএনপি’র দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ৩৬ ঘন্টার মধ্যে এদের প্রার্থীতা বাতিল করতে হবে। নতুবা রাধানগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা গণ পদত্যাগ করতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা বিএনপিনেতা শিবলী রহমতুল্যাহ, রাধানগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিএনপি নেতা আব্দুস সাত্তার, রওশন আলী, মমিনুল ইসলাম, সাহেবুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি’র শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি