মনির শাহ, বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূরুজ্জামান প্রামানিক। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড কমিটি গঠণের লক্ষ্যে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু আওয়ামীলীগ কিংবা অন্য কোন দলের নেতাকর্মীরা যেন কোনভাবেই সদস্য ফরম সংগ্রহ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সম্পাদকের পক্ষে সব মানুষকে চেনা সম্ভব নয় বলে ওয়ার্ড সভাপতি ও সম্পাদকের মাধ্যমে ফরম বিতরণ কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়। বিএনপি’র নেতাকর্মীরা ৯টি ভাগ হয়ে একদিনেই রাধানগর ইউনিয়নে বিএনপি’র সদস্য ফরম বিতরণ করেন। একারণে বিএনপি’র সদস্য ফরম চলে যায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীদের হাতে। বিষয়টি উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে জানানো হলে তিনি ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদককে তা’ যাচাইয়ের নির্দেশ দেন। যাচাইকালে অধিক সংখ্যক আওয়ামীলীগের নেতাকর্মী চিহ্নিত হয়। পরে কিছু নাম কর্তন করা হলেও এখনো কৃষকলীগের পদধারী নেতারা বহাল তবিয়তে রয়েছেন। যা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার পরিপন্থি। তিনি বলেন, ১নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী হয়েছেন ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক কমিটির ৪০নং সদস্য আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, ৮নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন ইউনিয়ন কৃষকলীগের ৩৪নং সদস্য আমিনুল হক। বিষয়টি সুরাহার জন্য জেলা ও কেন্দ্রীয় বিএনপি’র দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ৩৬ ঘন্টার মধ্যে এদের প্রার্থীতা বাতিল করতে হবে। নতুবা রাধানগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা গণ পদত্যাগ করতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা বিএনপিনেতা শিবলী রহমতুল্যাহ, রাধানগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিএনপি নেতা আব্দুস সাত্তার, রওশন আলী, মমিনুল ইসলাম, সাহেবুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি’র শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply