1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
শনিবার, ১০ মে ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
মিঠাপুকুরে চাচা কতৃক পঞ্চম শ্রেণীর ভাতিজীকে ধর্ষণ,অতঃপর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বদরগঞ্জে শিশু শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ বেরোবিতে গুচ্ছভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণি পাস যুবক আটক দীর্ঘ অপেক্ষার পর প্রশাসনের উদ্যোগে সহায়তা পেল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার” বেরোবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রিয়াজ ও রিপন বিস্ফোরক মামলায় বেরোবির সহকারী রেজিস্ট্রার ও প্রক্টর অফিস কর্মকর্তা গ্রেপ্তার জামায়াতের বিবাহোত্তর সংবর্ধনা ও উপহার সামগ্রী পেল যৌতুকবিহীন বিয়ের নবদম্পতিরা রংপুরে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলা উদ্বোধন রংপুরে বদরগঞ্জে দশ বছরের কারাদণ্ড হওয়া আসামি আটক হয়েছে 

মিঠাপুকুরে চাচা কতৃক পঞ্চম শ্রেণীর ভাতিজীকে ধর্ষণ,অতঃপর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৮৬ বার শেয়ার হয়েছে

 


‎শাকিল আহমেদ

রংপুরের মিঠাপুকুরে প্রতিবেশী চাচা কর্তৃক ধর্ষণের শিকার এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর মিঠাপুকুর থানা পুলিশ অভিযুক্ত মাসুদ মিয়াকে আটক করেন।

‎ঘটনাটি ঘটেছে মিঠাপুকুর উপজেলার ০৯ নং ময়েনপুর ইউনিয়নের পশ্চিম গেনার পাড়া গ্রামে। অভিযুক্ত মাসুদ রানা একই গ্রামের মৃত- মতিয়ার রহমানের ছেলে। পেশায় সে একজন দিনমজুর।

ভুক্তভোগী শিশুটির পিতার অভিযোগ, ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা শিশুটি একটু বোকা স্বভাবের। বোকা এবং সহজ সরল প্রকৃতির হওয়ায় শিশুটিকে প্রতিবেশী চাচা মাসুদ রানা প্রায়ই বিস্কুট এবং চকলেটের প্রলোভণ দেখাতেন। ঘটনার দিন গত ৮ নভেম্বর শিশুটিকে মাসুদ রানা, চকলেটের প্রলোভণ দেখিয়ে পাশ্ববর্তী একটি আমবাগানে নিয়ে গিয়ে তাঁকে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শিশুটিকে ধর্ষণের কারণে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

শিশুটির শারীরিক পরিবর্তন দেখে শিশুটির মা এবং খালার সন্দেহ হলে শনিবার (৯-মে) এবং শারীরিক বাড়ন্ত দেখে এবং সকালে হাসপাতালের প্রাথমিক টেস্ট করে জানতে পারেন,শিশুটি অন্তঃসত্ত্বা। পরে শিশুটির পরিবার শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে, শিশুটি বলেন,প্রতিবেশী চাচা মাসুদ রানা দীর্ঘদিন থেকে তার সঙ্গে খারাপ কাজ করে আসছে।

শিশুটির এমন অভিযোগের ভিত্তিতে শিশুটির পিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে মিঠাপুকুর থানা পুলিশ অভিযুক্ত মাসুদ রানাকে নিজ বাড়ি থেকে আটক করেন। শিশুটির মা বলেন,মোর বেটির বয়স কেবল (১৩) বছর। একনা মানসিক রোগ আছে। মোর বেটিটার মাসুদ আনা সর্বনাশ করিল, হামরা উয়ার ফাঁসি চাই।

‎মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন , ঘটনা জানার পরেই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি এজাহার  দায়ের করেছেন। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি