মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
উপজেলার ইউনিয়ন গুলোতে ইরি বোরো ধান নিয়ে ব্যস্ত কৃষান সহ কৃষকেরা। যেসব কৃষক আগাম জাতের ধান বীজ রোপণ করেছে তাহারা ধান গুলো কাটতে শুরু করেছে।
কয়েকটি ইউনিয়নে আলু চাষ বেশি হওয়ায় তাদের ধান বীজ রোপন করতে অনেক সময় অতিবাহিত করতে হয়েছে। সেসব ইউনিয়ন হচ্ছে বিষ্ণুপুর ও কালুপাড়া এবং লোহানি পাড়া ইউনিয়নে আলু চাষ বেশি হয়। তাই যেসব নিচু জমিতে আলু চাষ করতে পারেনি, সেগুলো জমির ধান কাটতে শুরু করেছে। আর যে জমি গুলোতে আলু চাষ হয়েছিলো এখনো ধান কাটতে ৪০ থেকে ৫০ দিন লাগবে।
অন্যান্য ইউনিয়নগুলোতে আলু ও ভুট্টা চাষ কম হওয়ায় তারা ধান কাটতে শুরু করেছে। যেমন -রাধানগর,গোপীনাথপুর, দামোদরপুর, কুতুবপুর, গোপালপুর, মধুপুর ও রামনাথপুর ইউনিয়নে।
সরেজমিনে গিয়ে অনেক কৃষকের সাথে কথা বলে জানা যায় এই উপজেলায় মিনিকেট, উনএিশ, বি-আর ষোলো,খাটো জিরা সহ আরও অনেক জাতের ধানের চাষ হয়ে থাকে।
তবে আগাম জাতের ধান হচ্ছে হাইব্রিড ও মিনিকেট এবং আটাশ।
উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা- মাহবুবুর রহমান বলেন – ১৬ হাজার ৪ শত ৪৫ হেক্টর জমিতে বোরোধান চাষ হয়েছে। তিনি আরও জানায় যে, এই উপজেলায় ব্রি-২৮,ব্রি-২৯,ব্রি-৭৪,ব্রি-৮১,ব্রি-৮৮,ব্রি-৮৯,ব্রি-৯২ সহ অনেক জাতের ধানের চাষ হয়েছে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply