1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাড়ে তিন ঘণ্টা সড়কে অবস্থান নিরাপদ সড়কসহ ৭ দফা দাবিতে ফুঁসে উঠেছে ছাত্র-জনতা রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাদক দ্রব্য  নিয়ন্ত্রণ অভিযানে চারজন আটক   কৃষ্ণচূড়ার আগুনরাঙা হাসি, সোনাইলের শান্ত সৌন্দর্য বেরোবিতে বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শুরু মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত ১, আহত ২ রংপুরে বদরগঞ্জে  বোরো ধান কাটতে ব্যস্ত কৃষানেরা বদরগঞ্জে লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন  উপদেষ্টা মাহফুজের বক্তব্য উদ্দেশ্যমূলক-শিবির সেক্রেটারি রংপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষ সঠিক সময়ে আবহাওয়ার সঠিক তথ্য পাবে। বেরোবির একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শুরু

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৭ বার শেয়ার হয়েছে

 

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীর অংশগ্রহণে আজ বুধবার (১৪ মে, ২০২৫) সকালে রংপুর শহরের আর কে রোড, দর্শনা মোড়ে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গবেষক, শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন। পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি দেশের গন্ডি ছাড়িয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তাঁর বক্তব্যে টেকসই উন্নয়নের পর্যায়ক্রমিক বিশ্লেষণ ও ইতিহাস তুলে ধরেন। তিনি বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বিভিন্ন পদক্ষেপের পরিসংখ্যান নিয়ে তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন। এছাড়াও তিনি পানি সমস্যা, নদীর পানি শুকিয়ে যাওয়া, উত্তরাঞ্চলের তিস্তা নদী, আধুনিক দাসত্ব, পলিটিক্যাল ইকোনমি ইত্যাদি বিষয়ে গবেষকদের বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে বেরোবি উপাচার্য বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত এই করফারেন্স জাতীয় ও আন্তর্জাতিক গবেষক এবং অংশগ্রহণকারীদের আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয় উঠে আসবে। এই ধরনের আয়োজন নতুন নতুন উদ্ভাবন ও জ্ঞান সৃজনের পথ উন্মোচন করবে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও শিক্ষায় দেশের সেরা বিদ্যাপীঠে রুপান্তরে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামউল্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোঃ ফরিদ উদ্দিন খান, ইন্সটিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী এবং নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড ইকোনোমিকস এন্ড এনভায়রনমেন্ট এর নির্বাহী পরিচালক ড. পরশ খারেল। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস এর আহবায়ক বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।

কনফারেন্সে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর লিসেল রিচি Social Sustainability এবং Social Resilience নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, উল্লিখিত দুটি ফ্রেম ওয়ার্কে বৈশ্বিক বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহণ ও কন্ঠস্বর থাকা প্রয়োজন। Social Sustainability অর্জনের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দেয়া কিংবা অর্থনৈতিক বৈষম্য থাকা উচিত নয়।
বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন ছয়টি সেশন অনুষ্ঠিত হয়। এবারের কনফারেন্সের থিম হলো- “সোশ্যাল সায়েন্স টুডে এন্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট: ট্রেন্ডস, ডিলেমাস এন্ড অপারচুনিটিস।” বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ৩টি ভেন্যুতে পর্যায়ক্রমে ৬টি পৃথক সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ তাদের ৬৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি