মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
উপজেলার পৌরশহরে (১৪ মে) শাহাপুর ছকিমুদ্দির ডাঙ্গা থেকে নেশা সেবন করা অবস্থায় তিনজন আটক ও গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর এলাকার একজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩২ টি রেজগি স্পিড বোতল সহ আটক।
ভ্রাম্যমান আদালতে জেল হয়েছে ১/ সাহেবুল ইসলাম -(৩২), তিন মাস ২/এজাবুল হক(৪০), তিন মাস, ৩/মমিনুল ইসলাম (৫০) নয় মাস ও মহুবার রহমান (৫৭)এর নামে নিয়মিত মামলা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক – রফিকুল ইসলাম বলেন- উপজেলার পৌরশহর ও গোপালপুর ইউনিয়নে আমার সঙ্গীও ফোর্স সহ অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ী ও তিনজন নেশা সেবনকারী কে আটক করা হয়েছে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply