মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
মৃত বৃদ্ধার স্বামী তোজাম্মেল হক দ্বিতীয় বিয়ে করে রাধানগর ইউনিয়নে বসবাস করে। প্রথম স্ত্রী মৃত উর্মিলার একটি ছেলে সন্তান রয়েছে। সেই ছেলে স্ত্রী সন্তান সহ ঢাকায় বসবাস করে।
স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায় যে,
মৃত উর্মিলা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলো এবং সবসময় কোন মানুষকে দেখলেই চিল্লাপাল্লা করতো এবং একটি বাড়িতে একা থাকতো।
এলাকাসীর মাধ্যমে আরো জানা যায় যে, গত (১১ মে) রবিবার আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে মৃত উর্মিলা অনেক চিল্লাচিল্লি ও কান্নাকাটি করেছে। তবে সেই বাড়িতে এলাকার কোন মানুষের যাওয়া-আসা নেই। প্রতিবেশী মানুষদের ধারণা সেই দিনেই তার মৃত্যু হয়েছে। কারন সেই দিনের পর থেকে আর কোন চিল্লাচিল্লি শুনতে পাওয়া যায়নি, আজ সকালবেলা অনেক দুর্গন্ধ ছড়িয়ে যাওয়ায়, প্রতিবেশী অনেকে উর্মিলার বাড়িতে গিয়ে দেখে সে পড়ে আছে এবং তার শরীরের মধ্যে অনেক পোকামাকড় দেখতে পাওয়া যায়। তখন প্রতিবেশীরা স্থানীয় থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উর্মিলা খাতুনকে মৃত অবস্থায় দেখতে পায়।
বদরগঞ্জ থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ -এ কে এম আতিকুর রহমান বলেন- মৃত্যু উর্মিলা খাতুন মানসিক ভারসাম্যহীন হওয়ায় এলাকাবাসী লাশ নিয়ে আসতে দিচ্ছে না। তবে মৃত বৃদ্ধার ছেলে এসেছে, তার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply