1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
শেরপুরে নায্য উন্নয়নের দাবিতে মানববন্ধন রংপুরে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত হার্ট সেন্টার উদ্বোধন বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে বদরগঞ্জ উপজেলায়  বৃদ্ধার অর্ধ গলিত লাশ উদ্ধার   রংপুরে বদরগঞ্জে ব্রি- ১০১ জাতের ধান ক্ষেত পরিদর্শনে উপ-পরিচালক  সাড়ে তিন ঘণ্টা সড়কে অবস্থান নিরাপদ সড়কসহ ৭ দফা দাবিতে ফুঁসে উঠেছে ছাত্র-জনতা রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাদক দ্রব্য  নিয়ন্ত্রণ অভিযানে চারজন আটক   কৃষ্ণচূড়ার আগুনরাঙা হাসি, সোনাইলের শান্ত সৌন্দর্য বেরোবিতে বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শুরু মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত ১, আহত ২

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৪ বার শেয়ার হয়েছে

 

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৬ অনুষদভুক্ত ২২টি বিভাগের ছাত্রদের ২২টি ও ছাত্রীদের ১৭টি দল অংশ নিয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় অঙ্গণে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে যে সকল কর্মকান্ড ক্যাম্পাসে প্রয়োজন, সেটা নিশ্চিত করার ব্যাপারে বর্তমান প্রশাসন বদ্ধ পরিকর। ক্রীড়া চর্চা ছাত্রছাত্রীদের নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে এবং মানসিক বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান তিনি। শিক্ষার্থীদের মাঝে পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহবান জানান উপাচার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ আলী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি