মমিনুল ইসলাম রিপন
১৬ মে শুক্রবার সকালে রংপুরের সুমি কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন জেএসডি রংপুর জেলা সভাপতি মোঃ আমিন উদ্দীন বিএসসি। সভায় আরও বক্তব্য রাখেন জেএসডির সহ-সভাপতি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ মনসুর আলী, আবদুস সাদেক জেহাদী, এডভোকেট গোলাম রাব্বানী, এ বি এম মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এজাবুল হক,মনিরুজ্জামান বাচ্ছু,মোহাম্মদ মনিরুজ্জামান, আতিয়ার রহমান,আলী আজগর আরজ,আবদুল্লাহ আল রাফিন,ছাত্রনেতা মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ। সভায় বক্তারা আরও বলেন, একটি বিশেষ মহল জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উঠলেই অস্বস্তি বোধ করে।
তারা ইতিহাস বিকৃতির মাধ্যমে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু তারা জানে না— ৭১-এর ধারাবাহিকতাতেই ২৪-এর জন্ম হয়েছে। ইতিহাস নিজের গতিতে ফিরে আসে, এবং ইতিহাস বিকৃতির পরিণতি অতীতে ফ্যাসিস্টরাই হাড়ে হাড়ে টের পেয়েছে। শহীদ উদ্দীন মাহমুদ স্বপন আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই ২০২৪-এর গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সংস্কার কার্যক্রম পরিচালিত হতে হবে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার ধারাবাহিকতায়। এ দুটি চেতনাকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অবকাশ নেই। ৭১ ও ২৪-এর পক্ষের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply