মমিনুল ইসলাম রিপন রংপুর।
এ সময় তিনি বলেন, আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এ চিকিৎসা কেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। রংপুরে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু সেই তুলনায় চিকিৎসা সরঞ্জাম ও জনবল অনেক কম।
রমেক হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এ অবস্থায় নতুন এই চিকিৎসা কেন্দ্র চালু হলে চিকিৎসাসেবার মান ও সুযোগ বাড়বে। রমেক হাসপাতালের পরিচালক আরও বলেন, “বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা আছে। রোগীর চাপ সামলাতে হাসপাতালের জায়গা ও অবকাঠামো সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। নতুন প্রকল্প চালু হলে সেই চাপ কিছুটা লাঘব হবে। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান,সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।