মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে ধানক্ষেতের বৈদ্যুতিক খুঁটি’র (পোল) পাশ থেকে এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় পৌরশহরের ৯ নং ওয়ার্ডের বিলপাড়া নামক এলাকার ধানক্ষেত থেকে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসবপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে লোকমান আলী’র (২৮) মরদেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে পৌরশহরের বিলপাড়া নামক জায়গায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে এসে বৈদ্যুতিক সক খেয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তারকাটা প্লাস ও বৈদ্যুতিক খুঁটিতে ওঠার জন্য রড পাওয়া গিয়েছে।
বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান বলেন- ধানক্ষেত থেকে এক মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply