বেরোবি প্রতিনিধি
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে সমৃদ্ধ করতে হলে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চা ছড়িয়ে দিতে হবে। বিতর্ক চর্চা শিক্ষার্থীদের আদর্শ বাচনভঙ্গি তৈরি করে এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে। উপাচার্য বলেন, বিতর্ক প্রতিযোগিতা একজন শিক্ষার্থীর উপস্থাপনা এবং সৃজনশীলতার দক্ষতাকে আরো সমৃদ্ধ করে।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রাফিউল আজম খান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. আশরাফুর আলম। বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।