নূরুল হুদা নাহিদ
সত্যিই চেয়ারম্যান হীন এতিম হয়ে গেছে ইউনিয়ন পরিষদ এর চারপাশ।
দেখা হলো তথ্যসেবা কর্মকর্তা মিলন এর সাথে, কেমন আছেন জিজ্ঞেস করতেই ছলছল চোখে উত্তর ভালো নেই।
কিছুক্ষণ এদিক-ওদিক ঘোড়াফেরার পর প্রয়াত চেয়ারম্যান এর রুমের পাশে দেখা মিললো স্থানীয় রবিউল এর।কেমন ছিলেন আপনাদের চেয়ারম্যান বলতেই উত্তর,ভালো ছিলেন-উনিই সবার চেয়ারম্যান ছিলেন।কি ধনী কি গরীব সবার সাথে সবসময় হাঁসিমুখে কথা বলতেন।এত যে অসুস্থ ছিলো তারপরেও কাউকে বুঝতে দিতোনা।আমরা চেয়ারম্যান কে হারিয়ে কোলকোন্দবাসী এতিম হয়ে গেলাম।
প্রাথমিক সহকারী শিক্ষক সয়ন জানান,কোলকোন্দ ইউনিয়ন পরিষদ একটা রত্ন হারালো।কোনদিন কারও সাথে চেয়ারম্যান কে রাগ হতে দেখিনি।ব্যবসায়ী মানুষ হলেও সবার সাথে মার্জিত ভাষায় কথা বলতেন। সবার কথা শুনতেন।অন্যদের মতো ঘেউ ঘেউ করতেন না।
আমরা এমন মানুষকে হারিয়ে শোকাহত,আল্লাহ তার জান্নাত নসীব করুন।
কোলকোন্দ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে কিডনির জটিল সমস্যায় ভূগতেছিলেন তিনি।
চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে বিদেশেও পাড়ি জমিয়েছিলেন তিনি।
এ সমস্যার কারনে প্রতিদিন তাকে ডায়ালাইসিস করাতে হতো।সেই সুত্র ধরে গত শুক্রবার(২৩মে) রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস শুরু করার ১ ঘন্টা পর ব্রেইন স্টোক করেন প্রয়াত চেয়ারম্যান আব্দুর রউফ।পরে অচেতন অবস্থায় তাকে নিবিড় পর্যবেক্ষণ এ রাখা হয়।
শনিবার(২৪মে)রাত ১০.০৩ মিনিট এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রবিবার (২৫ মে) বাদ যোহর কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান, কোলকোন্দ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগন,সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply