বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
দামোদরপুর ইউনিয়নের আমচাষী মিলন বলেন- আমগাছে মুকুল অল্প এসেছে এবং আবহাওয়া অনুকূলে না থাকায় গাছে আম কম হওয়ার সম্ভাবণা আছে।
এবিষয়ে আরও অনেক আমচাষী বলেন -কীটনাশক স্প্রে ও গাছের গোড়ায় রাসায়নিক সার দেওয়া এবং পানিসেচ দেওয়া সহ অনেক টাকা খরচ হয়ে যায়।আশানুরূপ দাম পাওয়া গেলে আমাদের উপকার হবে।
এই উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ শত শত আম বাগান রয়েছে। তাঁর মধ্যে সবার জানা হাড়ি ভাঙ্গা জাতের আম সবার প্রিয়, তাছাড়া ও আরও অনেক জাতের আম রয়েছে -মিশরি ভোগ, ব্যনানা ম্যাংগো, কুয়া পাহাড়ি, বারি-ফোর, ফজলি, আম্রপলি সহ অনেক জাতের আম আছে বলে জানা যায়।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা -মোঃ ফজলুল করিম বলেন,আট শত আটান্ন হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের বাগান রয়েছে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply