1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে বদরগঞ্জে খামারিদের নিয়ে আমান ফিড লিমিটেড এর আলোচনা সভা  কেন্দ্র সচিবসহ ২১ জন শিক্ষককে অব্যাহতি মাথায় কাফনের কাপড়, মুখে লড়াই করে বাঁচার স্লোগান মিঠাপুকুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, জরিমানা ২ লাখ। রংপুরে বদরগঞ্জে আলোচিত লাভলু হত্যাকারির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  মিঠাপুকুরে আইনের তোয়াক্কা না করে ঘর বাড়ী ভাঙচুর নিখোঁজের দুইদিন পর সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার শেরপুরে শ্রীরবর্দীতে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার রংপুরে বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকারিদের ফাঁসি’র দাবিতে  মানববন্ধন  নাগেশ্বরীতে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার শেয়ার হয়েছে

 

নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

অবৈধ শেষ সংযোগ, গ্রাহক হয়রানি, দালাল চক্রের মাধ্যমে অবৈধ সংযোগ স্থাপনসহ নানা অনিয়মের বিষয়ে অভিযোগ ডিজিএম জসিমউদদীনের বিরুদ্ধে।

এ বিষয়ে অভিযোগ করার জন্য ছাত্র অধিকার পরিষদ নাগেশ্বরী উপজেলা সভাপতি মেহেদী হাসান পল্লী বিদ্যুতের ডিজিএম জসিম উদ্দিনের সাথে মোবাইল ফোনে কথা বলার সময় ডিজিএম সম্বোধন করায় মেজাজ হারিয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন।

একপর্যায়ে গণ অধিকার সম্পর্কে কটুক্তি করেন। এ বিষয়ে মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন গত ১৮/০২/২৫ ইং তারিখে অবৈধ সেচ স্থাপনের ব্যাপারে নাগেশ্বরী জোনাল অফিসের ডিজিএম কে ফোন করে ডিজিএম সাহেব বলে সম্বোধন না করার কারনে বকাবকি এবং হুমকি প্রদান করা হয়, এই বিষয়ে ছাত্র,যুব,শ্রমিক ও গণঅধিকার অধিকার পরিষদের নেতাকর্মীরা
নাগেশ্বরী পল্লি বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জসীম উদ্দিনের সাথে তার অফিসে সাক্ষাৎ করে জানতে চাওয়া হয় তাকে কি ডিজিএম সাহেব বলতে হবে, জসীম উদ্দিন বলে তাকে অবশ্যই ডিজিএম সাহেব বলতে হবে এবং তাকে ডিজিএম সাহেব বললে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তিনি আরো বলেন ইউএনও কে স্যার বলতে পারলে আমাকে সাহেব বলতে সমস্যা কি,
এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদ কে কটুক্তি করে কথা বলে, এবং অফিসে থেকে বের করে দেয়।

ডিজিএম জসিম উদ্দিনের এর বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগের ব্যাপারে অসংখ্য অভিযোগ রয়েছে। হাসনাবাদ ইউনিয়নের আব্দুল হাই বলেন, আমি একটি মিটারের জন্য আবেদন করেছি, যোগাযোগ না করার কারণে আমার আবেদন পরিদর্শন করতে যায়নি,অথচ দালালের মাধ্যমে আবেদন করলে অতি দ্রুত সময়ের মধ্যে সংযোগ দেয়া হয়।

নারায়নপুর ইউনিয়নের সিরাজুল ইসলাম বলেন, লাইসেন্স পেয়েছি কিন্তু বিদ্যুৎ সংযোগ এখনো পাইনি, আমার আশেপাশে যারা দালালের মাধ্যমে যোগাযোগ করে, তাদের সংযোগ দেয়া হয়েছে।

শুধু তাই নয় নারায়ণগঞ্জ সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ অফিসে থাকাকালীন এইচডিএম এর স্বেচ্ছাচারিতা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছিল স্থানীয় গ্রাহকগণ। নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে এই ডিজিএম জসিম উদ্দিন কিছুদিন চাকুরিচুত্য ছিলো অবশেষে শাস্তিমুলক বদলি করা হয় নাগেশ্বরী জোনাল অফিসে। ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান আরো বলেন এই দুর্নীতিবাজ ডিজিএম জসিম উদ্দিন কে অব্যহতি দিতে হবে, তা না হলে নাগেশ্বরী জোনাল অফিসের সামনে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে অনশনে বসতে বাধ্য হবো।

ডিজিএম জসিমউদদীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কোন ছাত্র অধিকার কিংবা গণ অধিকার পরিষদের নামে কটুক্তি করি নাই। বরং তারাই আমার সাথে বেয়াদবি করেছে।

সংবাদটি শেয়ার করুন

One response to “”

  1. Sumon says:

    Right 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি