1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে বদরগঞ্জে খামারিদের নিয়ে আমান ফিড লিমিটেড এর আলোচনা সভা  কেন্দ্র সচিবসহ ২১ জন শিক্ষককে অব্যাহতি মাথায় কাফনের কাপড়, মুখে লড়াই করে বাঁচার স্লোগান মিঠাপুকুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, জরিমানা ২ লাখ। রংপুরে বদরগঞ্জে আলোচিত লাভলু হত্যাকারির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  মিঠাপুকুরে আইনের তোয়াক্কা না করে ঘর বাড়ী ভাঙচুর নিখোঁজের দুইদিন পর সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার শেরপুরে শ্রীরবর্দীতে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার রংপুরে বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকারিদের ফাঁসি’র দাবিতে  মানববন্ধন  নাগেশ্বরীতে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

গজঘণ্টা হাইস্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ বার শেয়ার হয়েছে

 

নূরুল হুদা নাহিদ

রংপুরের গঙ্গাচড়ায় উৎসবমুখর পরিবেশে গজঘণ্টা হাইস্কুল ও কলেজে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কলেজ মাঠে দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ ও সৃজনশীল সমাজ গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।

ইউএনও মাহমুদ হাসান মৃধা আরও বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের শারীরিক সক্ষমতা ও মনোবল বাড়াতে খেলাধুলার প্রতি উৎসাহী হতে হবে।” তিনি শিক্ষার্থীদের সাফল্য কামনা করে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের আহ্বান জানান।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন গজঘণ্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বকুল মিয়া, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গজঘণ্টা হাইস্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল গণী (সাবেক নায়েবে আমির, জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখা),জাহাঙ্গীর আলম (আহ্বায়ক, বিএনপি, গজঘণ্টা ইউনিয়ন শাখা),আলী মো. শরিফুল ইসলাম (সাবেক সভাপতি, গজঘণ্টা হাইস্কুল ও কলেজ),শাহেদুল ইসলাম (সাবেক অধ্যক্ষ, গজঘণ্টা হাইস্কুল ও কলেজ),আলহাজ্ব আফরোজা জাফর (বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শিক্ষক, গজঘণ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়) বর্ণাঢ্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, ফুটবল, ক্রিকেটসহ নানা ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইউএনও মাহমুদ হাসান মৃধা।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া ও শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
সারাদিনজুড়ে ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দ-উল্লাস ও উৎসবের আমেজে মুখর ছিল গজঘণ্টা হাইস্কুল ও কলেজ। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধার উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের দারুণ উৎসাহিত করে। অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি