মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের পাকার মাতা নামক জায়গায় আর এ এম বি ইট ভাটায় ভাঙচুর ও জরিমানা করেছে বিশ হাজার টাকা ও জেড এম বি ইট ভাটা একই ইউনিয়নের রহমতের বাজার এলাকায় অবস্থিত, সেখানে ও ভাঙচুর – জরিমানা বিশ হাজার টাকা।
সরেজমিন গিয়ে দেখা যায় যে, জেড এম বি ইটভাটায়, ভাঙচুর ও জরিমানা অভিযান শেষে, নির্বাহী ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পরে, উক্ত ইটভাটা কর্তৃপক্ষ আবার ও পূর্বের ন্যায় ইটভাটা চালিয়ে যাচ্ছে।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী ভুমি কমিশনার ( নির্বাহী ম্যাজিস্ট্রেট) মলিহা খানম বলেন -মধুপুর ইউনিয়নে দুটি ইট ভাটায় ভাঙচুর ও জরিমানা করা হয়েছে তবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply