নূরুল হুদা নাহিদ (গঙ্গাচড়া প্রতিনিধি) :
বিক্ষোভকারীরা জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার,কসাই শাহবাগী লাকীর গ্রেপ্তার এবং আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নিষিদ্ধ করার দাবি জানান। প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গঙ্গাচড়া। আন্দোলনকারীরা বলেন, ন্যায়বিচারের অভাবে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডগুলো আজও বিচারহীন রয়ে গেছে, যা একটি স্বাধীন দেশের জন্য লজ্জার।
বিক্ষোভ শেষে আছিয়ার জান্নাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে বিশেষ মোনাজাত করা হয়।বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এ আন্দোলন অব্যাহত থাকবে জানান উপস্থিত ছাত্ররা।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাইমিনুল ইসলাম আহাদ, মেজবাহুল ইসলাম ফাহিম, শাহজালাল শ্রাবণ, নাহিদ, তারিকুল ইসলাম,জীবন সহ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। এছাড়াও নাগরিক কমিটির পক্ষে উক্ত অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন রিফাত চৌধুরী, জাহানুর ইসলাম, আব্দুল বারী, তৈয়ব আলী ও শহিদুল ইসলাম।
শান্তিপূর্ণ এই কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আয়োজকদের দাবি, তারা ন্যায়বিচার আদায়ের লক্ষ্যে ভবিষ্যতেও আরও কঠোর কর্মসূচি পালন করবে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply