নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শুক্রবার ১৪ই মার্চ বিকেল ৪ঃ০০ ঘটিকার সময় প্রেসক্লাব নাগেশ্বরীর সামনেঅনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সম্মানিত সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি মোঃ রিয়াজুল ইসলাম, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুল ইসলাম খন্দকার বেলাল মাস্টার, বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা আশরাফ হোসেন আপেল, আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি, আনন্দ টেলিভিশনে জেলা প্রতিনিধি মাই টিভির প্রতিনিধি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন জাতীয়করণ থেকে বাদ পড়া প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে পুলিশি নির্যাতনে যারা আহত হয়েছেন এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিয়ে দাবি মেনে নিয়ে জাতীয়করণের সুব্যবস্থা করার আহ্বান জানান, অন্যথায় সারাদেশব্যাপী দুর্বার আন্দোলনের ঘোষণা দেন বেসরকারি শিক্ষক সমিতির কমিটি বৃন্দ
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply