নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সোমবার রাত সাড়ে ৯ টায় ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহা সড়কে নাগেশ্বরী পৌরসভার আশাড়মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় ঐদিন ফজলু স-মিল থেকে হেটে রাস্তা পাড় হয়ে বাসায় ফিরছিল। এ সময় ভুরুঙ্গামারী থেকে আসা একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে পিছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে সে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।
পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন চালক গাইবান্ধা পলাশবাড়ীর রঞ্জু মিয়ার ছেলে রাজু মিয়া (৪০)। স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা এর সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন পথচারীর মৃত্যু হয়েছে। মোটর সাইকেল চালক গুরুত্বর আহত। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply