মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (২২ শে) মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ বাজেট ঘোষণা করেন ইউ’পি (সচিব) প্রসাশনিক কর্মকর্তা -মোছা: রুপছানা পারভীন। ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন মিলিয়ে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৬৬ লক্ষ্য ৭৬ হাজার ৩৩২ টাকা। আর সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৬৬ লক্ষ ৪৫ হাজার ৮৯৫ টাকা। সমাপনী জের ধরা হয়েছে ৩০ হাজার ৪৩৭ টাকা।
বাজেট উপস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন -ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন পরিষদ (সচিব)প্রশাসনিক কর্মকর্তা- মোছা. রুপছানা পারভীন। তিনি সভায় বলেন -বাজেট হচ্ছে একটি অংশগ্রহণ মূলক প্রক্রিয়া। এতে জনগণের মতামত ও চাহিদার প্রতিফলন ঘটানো হয়। তাই উন্মুক্ত বাজেট ও আলোচনা সভার মাধ্যমে আমরা ইউনিয়নবাসীর সামনে পরিষদের পরিকল্পনা উপস্থাপন করি। আপনাদের প্রশ্ন, মতামত ও পরামর্শ আমাদের কাজের গতি বাড়াবে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। বাজেট উপস্থাপনের পর আয়োজিত মুক্ত আলোচনায় স্থানীয় জনসাধারণ অংশ গ্রহণ করে। বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ (সচিব)প্রশাসনিক কর্মকর্তা।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply