✒️শাকিল আহমেদ (সহঃনির্বাহী সম্পাদক)
গত মঙ্গলবার (০৯জুলাই) রংপুরের মিঠাপুকুরে শুকুরের হাট স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে তরতাজা ফুটন্ত গোলাপের মত তরুণ ছেলে সিয়ামের (২০) মৃত্যু হয়।
ছোট ভাই বজ্রপাতে তোমার মৃত্যু হয়নি, আল্লাহ তোমাকে অনেক ভালোবেসে উপরে নিয়ে গিয়েছেন। ঐ খেলার মাঠে অনেকেই ছিলো কিন্তু আল্লাহ তোমাকেই পছন্দ করে ভালোবেসে উপরে নিয়ে গিয়েছেন। ওপারে আল্লাহ তোমার জন্য হয়তো বা উত্তম জায়গা রেখেছেন। কষ্ট,আবেগ ও অশ্রু মিশ্রিত আমার অবুঝ মনের কথা (প্রতিবেদক)।
সহপাঠী থেকে ছোট, বড়, পরিচিত অপরিচিত থেকে শুরু করে অগণিত আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সিয়ামের ওপারের বিদায়ী বরণ কেউই মেনে নিতে পারছেনা, শোকের ছায়ায় বাতাস ভারী হয়ে গিয়েছে সিয়ামের এলাকা জুড়ে। অপর দিকে সিয়ামের বাবা-মার দিকে অশ্রুসিক্ত নির্বাক চোখে তাকিয়ে ছিলাম কিন্তু লিখতে গিয়ে লেখার জন্য কোন ভাষা খুঁজে পায়নি আমার বাকরুদ্ধ কন্ঠে।
মঙ্গলবার (৯জুলাই ) বিকেল ৬টার দিকে
মিঠাপুকুরের শুকুরের হাট স্কুল এন্ড কলেজ মাঠে এ দূর্ঘটনা ঘটে। নিহত সিয়াম শুকুরের হাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মোকছেদুল আলমের দ্বিতীয় ছেলে।
নিহত সিয়ামের বাসা শুকুরেরহাট পশ্চিম গেনার পাড়া গ্রামে। সিয়াম অনার্স ১ম বর্ষে ছাত্র ছিলেন।
সহপাঠীদের মাধ্যমে জানা যায়,সিয়াম প্রতিদিনই শুকুরেরহাট স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল খেলা অনুশীলন করতেন। ঠিক প্রতিদিনের মত মঙ্গলবার ৯জুলাই বিকেলে ফুটবল খেলা অনুশীলন করতে গেলে হঠাৎ আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নেমে আসে এবং
কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়।
সিয়াম সহ ঐ খেলার মাঠে আরও অনেকই খেলায় মগ্ন ছিলো কিন্তু হঠাৎ শুকনো আকাশে বজ্রপাতের বিকট শব্দ। মাঠের মাঝখানে থাকা সিয়ামের উপরে সরাসরি বজ্রপাত পতিত হয় এবং তাৎক্ষণিকভাবে সিয়াম মাটিতে পড়ে যায়।তখন সহপাঠীরা দেখতে পেয়ে দ্রুত তার কাছে গিয়ে তাকে মাটি থেকে
উঠিয়ে শুকুরের হাটে ডাঃ হেলালের চেম্বারে নিয়ে যান কিন্তু সিয়ামের অবস্থা সংকটাপন্ন দেখে ডাঃহেলাল দ্রুত উন্নত চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
মিঠাপুকুর থানার ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এটি প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এটা একটি বজ্রপাত জনিত দূর্ঘটনা। তাই এই বিষয়ে কোন সন্দেহ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবহিত করে মরদেহ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply