✒️শাকিল আহমেদ (সহঃনির্বাহী সম্পাদক)
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে ২০০৭ সালে ডিএমপি কমিশনার নাঈম আহমেদ প্রথম “ওপেন হাউজ ডে”চালু করেছিলেন। সেই ধারাবাহিকতা সামনে রেখে মিঠাপুকুর থানা আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই (শনিবার) বিকেলে মিঠাপুকুর থানা প্রাঙ্গনে থানা হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিপিএম, পুলিশ সুপার, রংপুর জনাব,মোঃশাহজাহান।
এসময় সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল আবু হাসান, চেয়ারম্যান উপজেলা পরিষদ কামরুজ্জামান কামরু,ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, ১৪ নং ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
উপস্থিত জনগণ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন পেশার, রাজনৈতিক, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে সকলের বক্তব্য প্রদানের সুযোগ থাকার কারণে বক্তারা বিভিন্ন অপরাধ মাদক, জুয়া,বাল্যবিবাহ্ ও চোরাকারবার বিভিন্ন ধরনের অপরাধ শক্তপ্রতিরোধে পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। এসময়ে মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ জন্য বক্তৃতায় বেশি আলোচনা করেছেন বক্তারা।
প্রধান অতিথি বক্তব্যে, রংপুর জেলার পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন মাদক মুক্ত ও বাল্যবিবাহ দমনে কাজ করবে মিঠাপুকুর পুলিশ। সেই সাথে প্রধান অতিথি মহোদয়, অফিসার ইনচার্জ (ওসি)কে নির্দেশ দেন আইনের সহায়তা পেতে সাধারণ জনগণ কে হয়রানি ও দালাল মুক্ত করে যেন, দ্রুত সহায়তা প্রদান করেন।
সবশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি অফিসার ইনচার্জ (ওসি)সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply