মমিনুল ইসলাম রিপন রংপুর।।
রংপুরে ছাত্রলীগের তিনটি শাখার সমন্বিত বিক্ষোভ মিছিল ও বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থানের কারণে আন্দোলনে নামতে পারেনি সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টায় মুক্তিযুদ্ধকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই ও আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরীর প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় ছাত্রলীগ। বিকেল সোয়া ৪টায় ক্যাম্পাস থেকে মিছিল বের করে তারা। এদিকে বিকেল থেকে বিশ^বিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে জেলা ও মহানগর ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী অবস্থান করছিল। বিশ^বিদ্যালয় ছাত্রলীগের মিছিলের সাথে জেলা ও মহানগর ছাত্রলীগ একত্রিত হয়ে পার্কের মোড়, বিশ^বিদ্যালয় গেট, মর্ডাণ মোড় এলাকায় বিক্ষোভ করে। এতে ‘রাজাকার পড়লে ধরা, মাইর হবে উড়াধুরা/ হৈ হৈ রই রই, রাজাকার গেল কই/ তোরা নাকি রাজাকার, তোদের কিসের অধিকার/ ছাত্রলীগ যাচ্ছে, রাজপথ কাঁপছে’ এমন শ্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। এরপর বিশ^বিদ্যালয়ের গেটের সামনে সড়ক অবরোধ করে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ, মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজাহানুর রহমান সৌরভসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, কোটা আন্দোলনের নামে যারা দেশে বিশৃঙ্খলা করবে, মুক্তিযুদ্ধকে কটাক্ষ করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ছাত্রলীগ। কোটা আন্দোলনের নামে দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরী করে উন্নয়নকে বাধাগ্রস্থ করার অপচেষ্টা করা হচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করছি। শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রাখতে আমরা কাজ করে যাব। এতে কেউ বাঁধা দিলে পরিণতি ঠিক হবে না।
এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিশ^বিদ্যালয় গেটের সামনে অবস্থান করে শ্লোগান দিতে হবে। এদিকে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে আন্দোলনকারী কিছু শিক্ষার্থী বিশ^বিদ্যালয় গেটের সামনে অবস্থান করলেও ছাত্রলীগের মারমুখী অবস্থানের কারণে তারা সংগঠিত হয়ে বিক্ষোভ করতে পারেনি। এছাড়া বিশ^বিদ্যালয়ের বাহিরে মেসে থাকা শিক্ষার্থীদের বিশ^বিদ্যালয়ে ঢুকতে দেয়নি বিশ^বিদ্যালয় প্রশাসন। কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থান করায় বিশ^বিদালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply